Description
SYNOPSIS OF Goyenda Sumankalyan Samagra 1:
The cases in this book have been taken from several books in the ‘Detective Sumankalyan’ series. In almost every case, it can be seen that the search process of Sumankalyan has become remarkable with the proper use of the latest means of technology. Sumankalyan is a private detective like Byomkesh, like Kiriti. None of them worked in the police department. If necessary, they go through previous criminal records, credit history, data recovery, social media investigation, cyber surveillance, property records, court records, etc. Because of their impeccable reputation when sometimes they reach out to the police, they receive immediate help with minimal effort. Readers have great confidence in him because he is presented to the readers as a successful and capable detective in the beginning itself. With patience and discernment, he became an impossibly desirable figure to justice-seekers and readers. With this in mind, the book was published with the intention of making it accessible to the reader on a larger scale.
শ্রীতমা ব্যানার্জি –
আপনি গোয়েন্দা গল্পে আপনি পরিবেশ, প্রকৃতি, পরিস্থিতিকে এবং ক্ষতিগ্রস্তদের ভাবনাগুলোকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। একবার কোন গল্প পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামতে পারছি না। ভাবতে, এমনকি বলতেও ভালো লাগছে যে ব্যোমকেশ, ফেলুদা, কিরীটীর পরে বর্তমানের এই যুগে সুমনকল্যাণের মতো একজন দক্ষ গোয়েন্দাকে পেয়ে ভীষণ খুশি হয়েছি। প্রথম খণ্ডটি একদিনেই শেষ করেছি। আজ মেলায় গিয়ে পরের দুটো খণ্ড কিনে নিয়ে এলাম।